................


ফিরে পেতে চাইলেও ফিরবে না দিন!
আজ কাল করে করে; হেঁটেছ হেলার পথে।
শোধরাবে ভেবে ভেবে,ডুবেছ খেলার ছলে
- লাভে লোভে একাকার, শর্তের স্বার্থে!

ভাষাহীন ছিলে নাতো! মেধায় বিবেকবোধে

ভাগে ভোগে হাহাকার;ক্ষণিকের মর্ত্যে
কতো ভাবে বাঁচবার,ধরেছ সাধনাবলে।
হায় মানু কোনোমতে;মানুষ নামের সাথে
-আয়ুফল ঝরে পড়া ভালোবাসাহীন!


.......© আগুন নদী