✒..................
কোলাজ কাব্য ২৭
|
||
এ
চূড়া
'মানার',
কভু নয়
গুরুত্ব বিহীন!
বিলাপী চীৎকারে;
সংগ্রাম মূল্যহীন হবে,
মানবতা ধর্মের নিশানা হীন
জাগতি বর্মের তাগুতি অনুভবে,
অসাম্য ইট বৈষম্য কংক্রিট মোড়া,
রীতির চড়ক নীতির খড়গে জংধরা!
ভাঙ্গতেই এসেছি পতাকার দণ্ড বেদী,
এবার গুড়িয়ে দিবো আঁধার চাপা দিন
এবার উড়িয়ে দিবো যুদ্ধভেজা পিরান
পুরান পতাকাস্থলে রক্তমোছা রুমাল,
কতোদিন থামাবে না, রণবাজি পণ!
বাঁধন গেঁথেই যাবো মিনার মূলে,
আমাদের কান্না'রা গগন ভেদী!
ছাপিয়ে সকল আযান ধ্বনি,
কাঁপাও পাষাণ পরাণ!
-কলবী ফুৎকারে।
★★★★
- সূর্য শপথ হবে।
দাঁড়িয়ে সে নতুন ভোরে,
একত্ব অঙ্কিত করপুট মেলে।
হৃদয় গম্বুজে ধ্বনিবে যে জিকির,
দুনিয়া বিছানো প্রীতির জায়নামাজ!
মুছে দিতে পারবেনা জমিনের কেউ,
আমাদের কথাগুলো হবে মোনাজাত।
আমরা ছাড়িয়ে যাবোই দরিয়ার ঢেউ,
কলহের পথে পথে নষ্ট ভ্রষ্টের বহরে;
তূর্য ভেঙে যাক,গযবী বারুদ জ্বলে ||
[]_______[]
© আগুন নদী ©
-- ২০২৩ ইং --
_________