-::=::=::=::=::♠::=::=::=::=::-
____________________


পরিপ্লুত দুইজনা; দুই রূপ নাম ধাম
পরিভূত একজন;কেউ বলে বিধি বাম!
আসলে নিয়ম এই, বিহিত দিবস যাম।

অন্তরঙ্গ হতে হতে সরে যায় দূরে
ধাঙড় বিরহ থাকে বাকি অবশেষ
নিস্তরঙ্গ খাড়ি হয়ে বহমান সুখ!
জলের প্রবল টানে মোড় যায় ঘুরে
দুই রঙা সলিলের ভিন দুই মুখ
পাশাপাশি দেখা নাই হায় অনিমেষ।

জলজ বুকেতে শুধু ভালোবাসা জুড়ে
স্বভাব গতির কিছু রূপালি মওজ
সাগরসঙ্গম আহা অধরা বিমুখ!
সাথী এক চলে যায়;তরঙ্গিম মুড়ে
প্রভাব মতির মতো, সাধনা সহজ
অন্যজন পথ খোঁজে ভাসতে সুমুখ।

মোহিত মোহনা পায়;অন্তরীপে অন্তরণ
নিহত নিহিত খাড়ি; অন্তর্ঘাতে সন্তরণ!
- এভাবে সহিতে হয় উত্তরঙ্গ নিস্তরণ।

____________________
-::=::=::=::=::©::=::=::=::=::-
____________________