--- ====<>♠<>==== ---
ছেঁড়া মেঘ ভেসে ভেসে আসে,
হেসে হেসে নেমে পড়ে নীচে!
আঁধার ছড়াতে চায়,দাঁড়াতে পারেনা ঠায়
তখনো দুরন্ত শিশির হেমন্তের ঘাসে,
-অচেতন হয়ে যায় তিনপাক ঘুরে!
তড়িঘড়ি সুচতুর ঝরে আনমনা,
হাঁটু গেড়ে বসে পড়ে হায় অসহায়!
ভাসান মেঘেরভেলা,যখন অনেক দূরে
নীলপাহাড়ের পায়ের তলায় তখন
-ছন্নছাড়া ছিন্ন ঝরা, বৃষ্টি কয়েক কণা |
সুশীতল ঝিরিটির স্রোতে;
আশাহত বানভাসি দলেদলে মিলে,
গড়াতে চায় যে জল,সমুদ্র ক্রন্দন!
শিখেনি শুদ্ধমতি,ঝরানোর সুর
-তখনো অনেক দেরি নীলাদ্রি মন্থন!
হামাগুড়ি দিতে দিতে পাঁকে;
পৌঁছাতে পারে না ব্রতে,
অনাহুত নাম নিয়ে মিশে যায় শিলে!
শান্ত হৃদের বুকে ভীষণ সে ঘূর্ণিপাকে
-তখুনি জেগে ওঠে অশান্ত মেঘশূর ||
_________
© আগুন নদী ©
® ১১-২০২৩ ®
=========