-=[[[[★★★]]]]=-
আমরা ফুরায়ে গেছি সময়ের আগে;
সাদা চোখে ঘোলা ঠুলি পরে,
কাদামাখা সরুপথে সরলা মগজ ঠেসে
- প্রশাখার বিচরণে আঁধারের ঘোরে,
অসময় ডেকে এনে ঢেকেছি উঠোন!
হেসেহেসে ভেসে গেছি মায়া জোয়ারে;
কোথাও থামিনি ঠিক পথখানি চেয়ে,
কষ ভালোবেসে রসনার যশহীন রসে!
উদরের লেলিহান লালসার বশে,
একাধারে চুষেছি অধর ধরণী হৃদয়
- আদরে গড়েছি স্বাদ, বেতালের মাত্রা |
আবার জন্মের আগে যাপনের ধুমে;
বারবার পড়েছি ঢলে ছেঁড়াঘুম কোলে,
একত্রে মরে গেছি সকলে মিলে
- আজন্ম মরণেরে সাদরে বরণ করে,
শীতল জলের নাভি ঘিরেছি জঙ্গলে!
বিষমের পথে হেঁটে অসমের চুমে;
কিনেছি মোমের চাবি ভোগের শরণ,
চিনেছি নিজের নাক জিহ্বার জ্বালা!
ত্যাগের সিন্দুকে লাল তালা মেরে,
মানুষিয়া তরণীর হাল ছেড়ে দিয়ে
- লালায়িত বেসাতির, সওয়ার যাত্রা |
বিষের পেয়ালা ভরে মেনেছি মধু;
হংসজীবনের ঘাটে বেসুরে ধ্বংসের বীণ,
আমাদের হারায়ে গেছে সুশীতল ক্ষণ
- ছিলো যাহা যতকিছু সোনার সাকিন,
নীলাকাশ সুবাতাস কেড়েছি শুধু!
কথা ছিলো যাবো শেষ সুদূরের তীরে;
অপারের পারে হবো চিরজয়ী গান,
জানিনি মানিনি দিশা নিয়তি শালীন!
সবংশ বিনাশ করে নির্বংশ খানদান,
অগোচরে খসে গেছি আলোকবর্ষ দূরে
- দ্যুতিহীন ঝরে পড়া, দীন অভিযাত্রা ||
-==<<>© আগুন নদী © <>>==-
______ ~মঙ্গোলিয়া~ ______