-==-==-<<<✪>>>-==-==-


একনামে পরিচিত;বড় একজাতি
ভূবনের পথে পথে,তাহারা আমার সাথী
সুখহীন দুখভয়ে সজ্জিত থরে থরে  
তাদের ব্যথার কণা,বেদনার একরতি
-গভীরের কোনোকিছু হয়নি জানা!  
করুণ জীবন গাঁথা;রয়ে গেছে অগোচরে
সময় টপকে আমি,শুনতে পারিনি বেশি  
মেঘের ছবির মতো দূর থেকে দেখা
আপদসংকুল কূলের নিপতিত ভূতি-
কতটুকু অনুভূত নিজ কানে শোনা!
কিছুই করিনি হায়!অনুতাপ বুকে ধরে
-লজ্জিত ঋণভারে বেঁচে থাকা অমানুষ!
  
তাহাদের দুখগুলো কখনো হলোনা শেখা
আপন ভাবতে পেরে করিনি যতন!
অথচ আমারই গঠন;একরূপ দেহমন  
কালের সাক্ষী জেনে,মেনেছি পুঁথির লেখা  
-অভিধানে অভিহিত ভাগ্যের ফের!
কেউকেউ লিখে গেছে; কিছুকিছু কথা
রঙ দেয়া সেইসব,ঠিক নয় অবিকল!
পটভূমি চুরি করে ছুরিকাঁচি চালিয়ে
নকল হয়েছে শুধু চিরায়ত অসুখের-  
কমজোরি কলমের কালির বমন মাখা!
প্রতিষেধহীন ক্ষতে;দীন জোড়াতালি  
-অন্ধসারথীর সাথে,বোবা আদমির দল।  

-==-==-<<<©©>>>-==-==-