..............:::::::::::................
ঠিক জানিনা কভু;সঠিক কখন কবে?
তোমার সাথে দেখা হবেই,এই আশাতেই থাকি
-দেখানো পথের পাশে নীরবচারী থামি
রাজ্যপাটের হাজার আগল কপাট!
দিশাহারা হাঁটতে গিয়েই মরি বারেবারে
সত্য মতের নিত্য যতন ছাড়ি;
ভুল প্রগতির তলে শুধু আবিলতা মাখি
-গতির খোঁজে ছুটতে গিয়ে, দুর্গতিরে পাই!
নিয়ম ছেড়ে নীতির ফেরে;একটু স্মরণ ফাঁকি!
ভীতির কবল হতে মুক্তি পেতে চাই
কথামত চললে দারুণ,প্রাপ্তিসুধা দেখি
-দীর্ঘ পথে হোঁচটবিহীন পাড়ি
চলমান সফলতা ক্ষণিক জীবনদ্বারে
কঠিন বাধার ভূমি;একলহমায় লোপাট!
আসল তোমার কথা-সবচে তুমিই দামি
আমিই অধম রিক্ত ফাঁকি;মিথ্যাছবি বৃথা আঁঁকি!
-দিক মানিনা তবু,চাওয়ার অনুভবে ||
-::::::::::::::::::::©::::::::::::::::::-