∞∞<<====✪✪====>>∞∞
খাগের কলমে লেখা -
অনেক হয়েছে পাঠ লেজকাটা ইতিহাস
জাবর কেটে দেখি ভুলভাল শিখেছি
আলজিভে লেগে আছে তেতো বিস্বাদ!
প্রাগের কলঙ্ক মাখা -
মাটির দোয়াত হতে দু'ফোটা কালি নিয়ে
পটে আঁকা ছবি সেও দেখেছি
খেয়ালের দেয়াললতা বেড়েছে অবাধ!
থাক তবে ভুলে থাকা ভালো -
বুড়ো হয়ে গেছে আহা ভাঁটফুল দুইচোখ
ভালো করে চিনিনা আজ বৈশ্য বণিক
কীইবা আসবে যাবে দলছুট হলে!
পোড়ামাটি কয়লাকালো -
ভণিতার আকরে কেনো দেবো মিছে সায়
তারচে নাক ডেকে লম্বা ঘুমিয়ে পড়ি
বিঁধবোনা অসাধুর গলদের হুলে!
এই নয় ঠিক শেষ কথা -
কানে শুনি বেশ ভালো দুরাগত প্রতিধ্বনি
শিরায় বাহিত তাপে গরমের ভাপ বুঝি
সুপ্ত অগ্নিগিরি জেগে যেতে পারে!
অনুসারী কেউ পেলে ব্যথা -
বিনাশ হবেনা কিছু জাগরণী অনুপ্রাস
দিক জানি ধিক তাই মিছে সব মতবাদে
বিবেকের হীরকখানি দিবো কারে!
∞<<=====©=====>>∞