✒ ....

হে 'দস্তগীর' তোমায় বলি শোনো;
হাততালি খুব নয়তো দামী,
   গোলে মালে তবুও কেনো
   - হাত নাড়াতে গেলে!
ভিড় ছিলোনা আবীর খেলায়
পার হয়ে যাও ঠেলে,
    জাত চিনো নাই দিনে রাতে
    - এ কোন পাগলামি |

হাতের কাছে হাতলছাড়া দোনো;
কেটলি পানি সবই ছিলো,
     চা-পাতা আর চিনির ঠোঙা
     - দুধ ছিলোনা শুধু!
অন্য কিছু নাইবা হতো তাতে,
রঙ চা খেতে আদায় মধু!
     পাত না চিনে পুটলি ভরা
     - কী সব ওসব গিলো |

আবার বলি খবর কিছু চেনো;
নিজেও এবং অন্য যারা,
     শিকার করার ইচ্ছা নিয়ে
     - করছো সময় ক্ষয়!
শিকার হতে আর দেরি নয়,
শিখছো অবক্ষয়!
    এবার তবে আর খেয়ো না
    - লাল বিছুটির চারা |

জানার বাকি জানতে হেলা কেনো;
যেনতেন লোকদেখানো হোঁদল!
     এসব ছাড়ো, ছাড়তে হবে
     -ছাড়লে পাবে সার্থকতা নাম,
আমিও বোকা তুমিও ধোকা,
ধুঁকতে থাকা ধুকপুকানি কাম!
     মানবো যেসব জানবো সঠিক
     - কিনবো কেন মিথ্যে কোঁদল |

'খাস্তগীর' হে খাচ্ছ খাবার জেনো;
চাচ্ছো নাকি ময়লা দোনা,
     পানের সাথে চুন রেখেছি
     - জর্দা খেলে ঘুরবে মাথা!
নস্যি নেশার আড়াল ঝোঁকে,
ছিঁড়ছো দেখি তামাকপাতা!
    দোনোমোনো আর করো না
   - সোনাই ওরে কিনতে সোনা ||

___________
© আগুন নদী ©
-মেরিন ড্রাইভ-
বঙ্গোপসাগর পাড়।