-=∞∞∞∞∞∞∞✪⭕✪∞∞∞∞∞∞∞=-
অভিমানী জোছনার অপঘাত ভুলে গিয়ে
লজ্জাবতীর শরীর ছুঁয়ে দেখি!
অবলীলায় ফেটে গেলে কৌতূহলের খোলস
অনেকদিনের ভুল ভাঙে আঙুলের ডগায়
- পরশে কুঁকড়ে যায় রূপের দ্যুতি!
কোমলতার দুখ বিছানো লাজুকলতার কাঁদন
রক্তআভার সলাজ নিয়ে রিক্ত হাতে ফিরি
- কাঁটাবেঁধার ভালোবাসায় প্রগাঢ় আলিঙ্গন!
তারপর কালো কালো; মৌন তারার আলো
নির্ঘুম নিশুতি রাতের নিবিড় কথার ফুলে;
জেগে জেগে দেখা হয় সময়ের ফোঁটা
- কীভাবে সকাল আসে জোছনার গাল বেয়ে!
সোনালী দিনমান ভাসা রুপোলী ভাবনা স্রোতে
লুকোচুরি খেলে খেলে উতলা হৃদয় গলে
মেঘের কাজল মাখে,অবাধ সাঁতারকাল!
ততদিনে ঝরে যায় অপাপ চামেলীদল;
চন্দন বনে উড়ে গার্হস্থ্য বাতাস
- বুকের বাঁদিক জুড়ে মুখরা যাতনার ক্লেদ!
বিরাগের শখে পুড়ে মসলিন কামদার
আঁধার সুতোর গিঁটে বাঁধা পড়া আলেয়ায়
আরো বেশি বিস্ময় ঢেউয়ানো কূলে
-নিঁদহারা স্বপনেরা শিরশির করে!
কাতর চোখের সাথে; বেহায়া সাগর জাগে
ফেনিল সাদার বুকে,মাতোয়ারা নীল কার?
সবটুকু ধার করা;সুনীল আকাশের কৃতি
-দুচোখে দেখার ভুলে আকাশী রঙের বিভেদ!
-==∞∞∞∞∞∞🔵©🔵∞∞∞∞∞∞==-