........

আমি কোনো সরীসৃপ নই!
দুলতে থাকবো জলজ স্রোতের বুকে,
বসে বসে দেখবো নিরীহ চলাচল!
দংশনবিদ্ধ তাড়িয়ে বেড়ানো খেলায়
আমিষের লোভে চকচকে চোখে -
   বাড়িয়ে রাখবো লকলকে জিভ!
    ভেসে যাওয়া সুখের ভেলায়,
ভেসে থাকা জলকেলি জল থইথই |

আমি কোনো শিকারিও নই!
উপভোগ্য ক্ষণে বনজ পথের বাঁকে,
বুনো উপভোগে মায়াবি শম্বর দল!
স্বভাবসিদ্ধ তাড়না তাপিত বেলায়
নিষ্পাপ সারসের পালকের শখে -
     মৃত্যুনিষ্ঠুর শাবক আন্দালিব!
     মনের অসুখে নষ্ট হেলায়,
ফেঁসে থাকা বনমালী খুনি পইপই |

আমি যেনো মানুষটি হই;
চলন্ত এই নিরবধি জীবনলোকে,
বিষিয়ে রাখা যতো গুপ্ত হলাহল!
অ পাপবিদ্ধ ব্রতে পাপিষ্ঠ মেলায়,
অন্তর যেনো অনন্তের জপ রাখে -
     হিতে নিরন্তর হিতৈষী সজীব;
     প্রাণময়ী সুখে নিষ্ঠ দোলায়,
হেসে থাকা ফুলকলি মিষ্ট হইচই |

আমি যেনো ভালোবাসা হই;
শুদ্ধস্বরের বিশুদ্ধতা কালির আঁকে,
বিছিয়ে রাখা মুগ্ধ মায়ার মনোবল!
অসারবদ্ধ রুদ্রবহা যুদ্ধ পালায়,
ছুটতে পারা সাধ্যউড়াল পাখে -
       ক্লীবত্বহীন সর্বসেরা জীব!
     বিজিত প্রেমে বীরত্ব কলায়,
স্পন্দনে মিশে কৃষ্ট প্রেমিকটি রই ||

.........................................
= ___ © আগুন নদী ©___ =
__________________