-🔸🔘⚪🔵🔘🔵⚪🔸-
কৌতুহল মেটাতে গিয়ে
ভ্রান্তিতে মরে গেছে অগণিত যারা
আমারই মতো আমাদের মতো
-একই মানুষ ছিলো!
অবিদিত পথ বেয়ে অগুনতি ছলে
সিঁড়ি বেয়ে উঠতে চেয়ে
নীচে আরো নেমে গেছে কতো!
জুতসই হয়নি সে ইতিহাস তলে
কাতরায় কেউকেউ আজো;
ঢেউয়ানো কিনারায় খুব দিশাহারা।
নিরেট সত্যের আড়ালে দেয়াল
-টপকাতে চেয়ে যতো ভুল
লাফ দিয়ে কতো ভেঙ্গেছে কোমর
ঝুলে গেছে বাকি শত অপ্রতুল
-ওপারে পেরিয়ে গেছে অল্প!
নিঠুর নিয়তি হায়,সহাস্য পামর
ষোলকলা নয়!অশান্ত আকুল,
অজান্তে সেসব অজানার গল্প!
প্রজাপতি ছুঁতে চেয়ে মিছেই ব্যকুল
মুকুট সময় কতো হলো বেখেয়াল!
-🔸🔘⚪🔵©🔵⚪🔘🔸-