-=::::::::::::★★:::::::::::=-
চৌআারি টিনের ঘর;বড়সড় তিনখানা
তেত্রিশ বন্দের ভিটি লোহাকাঠ খুঁটি
আড়কাঠ আড়াআড়ি তেলতেলা কালো
নকশায় তোলা ছিলো গজমুখী ছবি
খিলানো কাঠের বেড়া চারুকারু লতা।
এজমালি উঠোনের পাশাপাশি দহলিজ
তারসাথে একজোড়া কাটরা কাচারি!
আছিলো ধানের জমি;পুকুরের মাছ
গোলাঘর ভরে যেতো সরু ধান ঘ্রাণে।
এক্কাগাড়ির চাকার মিহি আবলুসে
ধীরেধীরে ঘুরেফিরে পরগণা দেখা সুখে
- ভাসতো দাদরা সুর তানপুরা তান।
হয়েছে দালানকোঠা;রাজ চৌদুয়ারী
দোতলা আদলে ছিলো জমিদারবাড়ি
খাজনার ঘরগুলো পুকুরের পাড়ে
শানবাঁধা দীঘিঘাট,বাহারি ফুলেরগাছ
এইতো সেদিন যেনো বহুবর্ষ আগে নয়!
খাদির চাদর গায়ে মণিঘড়ি পরে
- হাতছড়ি সাথে করে হাঁটতেন তারা।
প্রথাগত দায়দেনা মিটে গেলে ক্রমে;
দাখিলার আয়হীন জৌলুসও কমে!
নবতি বছর আগে শরিকানা বাটোয়ারা
ভাঙ্গাচোরা ঘরদোরে;ফুটো চালা আজ
দেয়ালের চুন খসা নুনধরা পলেস্তারা!
মলিন দাঁড়িয়ে আছে,প্রবেশতোরণ এক
বাপেরভিটার নামে ঘেঁটে দেখি খতিয়ান।
-=::::::::::::★©★:::::::::::=-