-<==∞∞∞∞∞✪✪∞∞∞∞∞==>-


অচেনা সুখের কাছে কোথায় গিয়েছে তারা?

একা একা দাঁড়িয়ে দেখি;
ঝলসানো সাথীদের ছারখার ছায়া!

সময়ের উঠোনে বাঁধা আড়াআড়ি দড়ি
পাকানো প্যাঁচের ভেতর নিমেষ স্মৃতির কণা 
রোদেজলে পুড়ে গিয়ে শুধু ঝুলে আছে!

দেখবে বাগানের শোভা;ছিঁড়বেনা ফুল
তাড়াতাড়ি ফেরা হবে এমন বলেছে যারা
খুব ভোরে তড়িঘড়ি নিতে গিয়ে ঘ্রাণ!
আবেগের দুর্যোগে অকূলে ডুবেছে পণ।
    
কথা ছিলো জমিনের কর্ষণ শেষে 
কাঁজি খেয়ে লাগাতে যাবে শালিধান চারা
সোনার ফসল তুলে সার্থক মরশুম
খুশির অঘ্রানে হবে নাইওরী বরণ।

ফিরে আসা হয়নি তবু গড়িয়েছে রাত 
তুখোড় শ্রাবণজলে-
আঁধারেই মুছে গেছে সব পদচিহ্ন!

নিখোঁজ হয়েছে তারা নবান্ন দিনের আগে
নকশিপিঠার খাঁজে তাহাদের খুঁজি
   
- কাঁধের গামছাতে মুছি বোধের সন্তাপ ||


-<===◑◑◑◑©◑◑◑◑===>-