বিমোহিত দিনমালা ডুবে শ্রমজলে
অমল ধবল স্বপ্নে ভাসে পরাজয়
কতেক সুখেরকাঁটা বিঁধে রয় গলে
বিমল করিতে তায় জমে বরাভয়
দুরন্ত ভাদর মেঘে ম্রিয়মাণ ছায়া
থমকে দাঁড়ায় এসে পাহাড়চূড়ায়
পিছুনেয়া হৃদয়েতে মরীচিকা মায়া
কোমল আদর জুড়ে দুঃখই বাড়ায় |
নুন জমে গাঢ় হয় ধুসরিত ছাপ
সতবর্গে চেয়ে থাকে সতৃষ্ণ পরাণ
আশাহত সহৃদয়ে ক্ষয়িত বিলাপ
বেনামি কণ্টকে ছিঁড়ে মলিন পিরান
বিতৃষ্ণ সময় শেষে সহাস্য আলাপ
প্রাপ্তির আনন্দ মাখে কষ্টের পুরাণ ||