-◑===<<>>==<>>-
রাতবিলাসী বাদুড়ের ডানায় চেপে-
বানিজ্যিক মজমা বসায় মেদামারা প্রেমিক
ততদিনে শক্ত হয়ে সেঁটে যায়;
কুমারপোকার লালায় তৈরি মৃৎগাঁথুনি দেয়াল
ধীমান বাবুই ঠোঁটে জড়তার জড়ুল ফোটে
-নিপুণ সেলাই ভুলে সোনামুখী টুনটুনি
উপমার মিথুন কণা বাতাসে মিলিয়ে গেলে-
ছিটকে ছড়িয়ে পড়ে;ব্যর্থতার রসাভাস
ছিঁচকে রসোদগারে ডুবুডুবু রওনক!
সাতসওদার নামে;একদম সস্তার মনিহারি
দিনের আলোর মতন,দ্বিধাহীন প্রতারক
-আগন্তক কাদাখোঁচা যেনো কাদাজল মেপে!
কলাবতী মহলের সমাদর ভুলে-
স্বপ্নাহত চামচিকা দল;নিমিষে নিহত হলে
চারণভূমির কাছে সজীবতার করুণ অপমৃত্যু!
মুনিয়া পাখির গল্প শুনতে গিয়ে
দূরান্তের কোলাহলে বাড়ে,পুঁজিপতি ছত্রছায়া
-মাংসাশী গাছবিড়ালেরা অধীর জেগে ওঠে!
অবাক নীরবতা ভাঙে মরা নদের চর-
কলহ কলার কলসি ভরে কল্লোল উপচায়!
এগিয়ে যাবার পথে অগণিত বহুগামিক
যোগবিয়োগে অপটু জলবিড়াল ঘুমিয়ে গেলে
শিকেয় তুলে রাখা,নিখোঁজ সাধনের পথে
-মৃগশিরা নিভে যায়,উজালা আলোর কূলে।
-<<>><<>©<>><>>-