😃
এবার নতুন নীরিক্ষার পথ ধরে;
সাহিত্যের মগজধোলাই চালু থাক
সাহিত্যৎসক নামের চিকিৎসক
অথবা মন্ত্রী সমমানে কবিৎসক নিয়োগ!
মস্তিষ্ক পরীক্ষার আয়োজনে হোক
প্রতিটি শব্দের থরো চেক-আপ!
তাতেও না কুলোলে;
ডেকে আনা হোক বিশেষায়িত সদ্যজাত,
অথবা কোনো হনুমানু গোত্রীয় বজ্জাত!
একমাত্র ছাড়পত্র পেতে থাক -
মৌন সংস্কৃতির গৌণ কর্মীর বাপ!
তবুও অপদার্থ মাছিদের মুখে মুখে,
ব্যান নামক ভ্যানভ্যানানি বন্ধ হোক।
নামজাদা তালিকায় মুণ্ডিত ময়ূর;
এডিটর পদমর্যাদায় উপমন্ত্রী মুৎসুদ্দি,
মোডারেটর পদটি উন্নীত করে -
বানানো হোক এক নম্বর প্যানেলমেয়র!
রিভিশন পিটিশন মোটিভেশান বহুদূর
ডিভিশন দিতে থাকুক বিভীষণ লোক।
রিভিউ হারিয়ে যাক নব বিবর্তনে,
মন্তব্যে গন্তব্যে থোক বরাদ্দ রাখা হোক
ওপেন সিক্রেট নকলের জোয়ার!
শব্দাবলীর নামাবলী না বুঝেই চলুক,
শূকর শিকারের মতো বাটপারি টোপ,
সুখ মুখর থাকুক পাগলের মনে মনে।।
পাঠকের ঠকঠক করা পায়ের মাপে;
নবম ধাপের নরম কৌশল আপডেট,
কোথাও থাকবে না কোনো শোক!
রদ্দি মালের কীর্তন চলুক,
আপগ্রেডিং পরিবর্তন করে প্রাইভেট!
বলদদেবতার গুণকীর্তন আসরে,
বদ্যি হালের সমাবর্তন আসুক প্রতিদিন।
গোদা কিংবা হাঁদা যাইহোক ভাসুক,
মালা টালা তেলঝোল পরিয়ে,
তালা মেরে দেয়া হোক স্বপ্নবাসরে।।
★
ইংরেজি শব্দ ব্যবহার করে কবিতা প্রকাশের ঘোর বিরোধিতাকারী হিসেবে এটিই একমাত্র প্রকাশ! তাই -
এটিকে কবিতা নয় সদ্যজাত বিক্ষোভ বলা শ্রেয় ★
© আগুন নদী... আজ / এখন।