উল্লেখ্য কবিতাংশের
মূলভাব, সারকথা, প্রেক্ষিত অথবা প্রেক্ষাপটের ধারণা লিখে জানাতে পারবেন যে কেউ।
উন্মুক্ত এই অংশগ্রহণে আপনার মূল্যবান মন্তব্য, অমূল্য স্মৃতি হতে পারে।

- অল্পকথায়, বিশদ, সারসংক্ষেপ  অথবা আলোচনা, সমালোচনা, তাত্বিক বিশ্লেষণ যাই হোক গ্রহনযোগ্য।
মন্তব্য সমূহ থেকে তুলনামূলক সঠিক এবং কবিতা ঘনিষ্ঠ মন্তব্য প্রদানকারী সেরা ৩ (তিন) জন কে বাছাই করে পুরষ্কার প্রদান করা হবে।

বাছাইয়ের ক্ষেত্রে, কবিতার মূলভাব সংশ্লিষ্টতা এবং মন্তব্য প্রকাশের সময় অগ্রাধিকার পাবে।
অংশগ্রহণকারী গণের সন্তোষজনক সংখ্যার ভিত্তিতে -
অংশগ্রহণের সময়সীমা পরে জানিয়ে দেয়া হবে।
উন্মুক্ত সফল অংশগ্রহণ শেষে, প্রেক্ষিত এবং মূলভাব জানানো হবে....

পুনশ্চঃ
এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ, সৃজনশীল গবেষণার অংশবিশেষ।

ব্যক্তিগত প্রচার! 'ব্যান করা হোক' আড়ালে মন্তব্য যোগ করার মানসিকতা পরিহার করে, নিজেকে উত্তম পুরুষের ভূমিকায় দাঁড় করিয়ে শুধুমাত্র কবিতা বিষয়ক আলোচনা সমালোচনার বাতায়ন মনে করাই শ্রেয় হবে।
শুধুমাত্র কবিতা ভালোবেসে, কোনোপ্রকার বাধ্যবাধকতা বিহীন, সোৎসাহ অংশগ্রহণের মাধ্যমে ভালোমন্দ, দোষগুণ, ভুল ত্রুটি - প্রানখুলে সরাসরি মন্তব্যের ঘরে লিখার আহবান জানাচ্ছি।
এতে আমরা এবং আমাদের আসর সহ শুদ্ধ চর্চার বিকাশ ঘটবে নিশ্চিত....

কৈফিয়তঃ
কবিতার ব্যবচ্ছেদ এক মহান শিল্পকর্ম/ কলা, রচয়িতা এবং পাঠকের ভাবনার উচ্চতা এবং ভিন্নতা থেকে তৈরি হয় নতুন আরো অনেক বিষয় ভাবনা, তাই এইক্ষেত্রে শতভাগ সাফল্যের নিশ্চয়তা কম হলেও হীনমন্যতা নয়, নতুনধারা এবং নেহাত প্রাণের টানেই এই অংশগ্রহণের প্রয়াস....



কবিতা _
'আমাকে চিনে নাও'

..______ ♠ ______..

মহাপ্রণয়ের রাতে জন্মেছি বলেই
মরি নাই প্রলয়ের আগে!
স্থির হয়ে গেছি সময়ের ঠোঁটে
- কোথায় জগদ্ধাত্রী?
অবিনাশী গেয়ে গেছি জাগরণী সুর!
পেরিয়ে শতবর্ষী দিনরাত্রি,
আমাকে গড়তে মগজ পুড়েছে  
- মরতে মরতে কখনো মরিনি |

বিনিময়হীন কিনেছি সুনীল,
দীর্ঘ অনাবাদী ঘুমের ঊষর জমিন!
সুদীর্ঘ পাহারায় দিয়েছি গড়ে;
পায়রার চোখ,জলময়ুরের পালক
ক্রৌঞ্চকেলি এবং বিরহী ঘুঘুর ডাক!
যুথবালিকার অনিন্দ্য শরীরে,
আমিই সাজিয়েছি দীপ্ত ঝলক
- পেলব বয়ঃসন্ধি কাল!
কুসুমকুমারীও ভূষণকুমারের বুকে
- আমিই ডেকেছি প্রেমের বান |

আলোকবর্ষ দূরে দ্যুলোক মৃত্তিকায়,
বহু বীজপত্রী যেই ঘনবীথি
- পাতার পতনহীন সজ্জিত গ্রহ!
সারথী ছায়ার সিথানের কাছে,
অতলান্তিক ছুঁয়ে এসে থেকেছি বসে!
সেইখানে ঘুমিয়ে যাওয়া
- বিষাদিত বালিশের খোলে,
অনেক জনক জননী পিতা পিতামহ!
সুজিত সন্তান, বিলি কাটা সিঁথি
- সুচরিত কেউ ঠিক,সমাদরে আছে ||

(আংশিক)
-©--------------<>
-® ০২ - ০২ - ২০০২