--- ★★★ ---

........ খোয়াবনামার পৃষ্ঠা ওল্টাই;
          কোথাও পাই না খুঁজে -
পুনরাবৃত্ত স্বপ্নের ধারাবাহিক ক্রিয়াকলাপ!
উড়নচণ্ডী দিনের শেষে ঊনপাঁজুরে রাত,
লগনচাঁদা সকাল ঘেঁষে আটকপালে বিকাল
    - একপ্রস্ত সুখের কাছে চোখ বুঁজে,
চোস্ত বুকে বিঁধে থাকে পুস্ত বীজের পাপ |

ভাতঘুমে ভেসে আসে; হাভাতের শব্দ,
ধ্বনিত সন্ধ্যার পাশে প্রতিধ্বনিত বিলাপ!
খাজুরাহো চিত্রের নৃত্যের ভঙ্গিতে,
মগ্নবিলাসের পাশবালিশে নগ্নমৃত হাত!
    কেন এই অভিলাষী নিদ্রা হরণ;
ভৃত্যের সমারোহে মৃত্যের জেগে থাকা
   - বরণ করতে থাকা অবশিষ্ট মরণ |

......... কি করিলে কী হয়;  
চটি বইয়ের সবটুকুই, মুখস্থ আলাপ নয়
ঠোঁটস্থ করে ফেলি তটস্থ ঘুমের ইতিহাস!
    হতাহত স্বপ্নের খুলি নিহত হলে;
    স্বপ্নীল অভিব্যক্তির তুলি চুইয়ে -
পড়ে থাকতে দেখি একদলা দীর্ঘশ্বাস  
- অদেখা স্বপ্নের বাকি অলিখিত অংশ |

পলাতক স্বপ্নের ব্যবচ্ছিন্ন অধ্যায়ে;
অভিন্ন যেই উদ্ভিন্নযৌবনা অরণ্যের ছবি,
ছেলেভুলানো ছড়ার গাঁটছড়া নিমন্ত্রণ!
      উৎকীর্ণ সময় বিরানভূমি হয়ে;
      গড়াগড়ি খায় বিবর্ণ বালিয়াড়ি,
মরূদ্যানের খরতাপে কাফেলার ধাপে
উটের রজ্জুতে চেপে নির্লজ্জ আকিঞ্চন ||

______©আগুন নদী ©______
======<<<>>>>=======