♦ .....
সদ্যোজাত হতাশাদের চোখে;
কয়েকপ্রস্থ কালোকাপড় বেঁধে দিয়ে,
চলে যাই আনপথে দূর সীমানায়!
একদম লুকিয়ে থাকি নিজের ভেতর
- আমাকে দেখেই না আর দুর্মুখেরা
এড়িয়ে যাওয়া বিমুখ অবজ্ঞায়!
প্রত্যাখ্যানের নিদারুণ যন্ত্রণায়,
ডাকতে ডাকতে ওরা-ই একসময়
- ক্লান্ত নিথর দমবন্ধ হয়ে মরে যায় |
অতলসাগর জ্ঞাপক হতাশা ঢেউ;
অভ্যাসে মাপতে চায় আকাশ পরিধি,
পালিয়ে ভালো বাঁচি কালো সঙ্গীহীন
হৃদয়ের গভীরতা তার চেয়েও বেশি
- উদারতা সে-তো নজিরবিহীন,
আত্মসমর্পণ না আত্মস্বরূপ দামী?
তবে আত্মস্বীকৃত এক খুনি আমি,
আঁধারের গলাটিপে মেরে দিতে
- নিজের জীবনবাজি রাখতেও রাজি |
লেপ্টে থাকা নির্লিপ্ত হতাশা খুঁজে;
সুতীব্র ফুৎকারে অসহ্য উড়িয়ে দিই,
অনুসন্ধান নয় খানদানি স্বভাবের জয়!
রক্তচক্ষুর দক্ষ আগুনে পোড়াই,
কৃষ্ণপক্ষের ঝঞ্ঝার শক্ত শরীর!
নিরেট সত্যের সন্ধান মিলিয়ে,
সেখানেই বসে পড়ি বিশুদ্ধ বিস্ময়!
তীব্রতার স্তরবিন্যাসে তারতম্য টেনে
- সুনিশ্চিত করি সংগ্রামের পীতরাজ্য |
যাপনের হতাশায় গোপন যে স্রোত;
অতিরিক্ত অভাবকে বর্জন করতেই হয়!
বিষাদের সাথে বেঁচে থাকার সম্পর্ক
- চুকিয়ে দেয়ার নাম-ই জীবনযুদ্ধ!
মুক্তির ছন্দে নিজেকে খুঁজে নিতে তাই
প্রকাশ করি শুদ্ধ ভক্তির সংবেদ;
ভেঙে ফেলি আবদ্ধ খাঁচার তর্ক,
আমার কোনোরকম নাম ছদ্মনাম নেই!
ত্রিকাল তিলক এক মানবজন্ম পরিচয় ||
-----== © আগুন নদী © ==-----