<<>>


বর্গের বাথান হেঁটে অথর্ব পালে আমি;
মাত্রাহীন অভিযাত্রা, উদভ্রান্ত দলের সাথে
- রীতিহীন ভিড়ে যাই মর্ত্যের গীতিকার,
যতিহীন সুরতালে গতিহীন শ্লথের মিছিল!
          মতিহীন পথে পথে;
          হামাগুড়ি দিতে দিতে,
জবানে জুড়ে ফেলি জৈবনের কমদামি!
  প্রগতির মরূবনে দিকভ্রান্ত সমাবেশ;  
শ্লোগানে মৌন লগন, সুখ শ্রান্ত বিকার |

স্বর্গের বানান কেটে বিসর্গ সংযোগে;
হেরফেরে মেলে ধরি, স্বল্পদৈর্ঘ্য অভিপ্রায়  
- ঢেরবেশি ছলাকলা অর্ঘ্যের খুশি ডালা,
বারো হাত কাঁকুড়ের তেরো হাত পর্ব!
          কাগজের অভিধায়;
          মগজের অভিনয়,
জটলার ঘেরো যতো যাবতীয় বেগে!
  সুগমের সমাগমে দ্বিধার রিক্ত বেশ;
গমগমে খালি গলা, পেতে চাই মণিমালা |

মার্গের বাগান ছেঁটে সগর্ব জঙ্গলে;
সদর্প শ্লাঘায় ফোটে, বেঁটেখাটো হাটফুল
- সন্দর্ভ শাখায় ঝোলাই তর্কের পসার,
নিসর্গ নৈসর্গ হীন অর্কের রোশনাই!
          ভুলে ভরা মূল কুল;
          কূল হারা চুলবুল,
নিজেই পাই না ঠাঁই নিজেরই মঙ্গলে!
  আবেগের ভেজা শুরু সিক্ত শেষমেশ;
রূদ্ধ আবাসের শ্বাসে, আবদ্ধ রুদ্র অসার ||

--==<<>© আগুন নদী ©<>>==--
_____________________