====<>
ভালোর খানিক ভালো-
সাজানো সীমানা চায়;সীমান্তে দাঁড়িয়ে ঠাঁয়!
শেষ হতে পুনরায় খোঁজ শুরু করে
বিপরীত আচরণ হায় শিক্ষক পথের কাছে
দেখা'র সমাপ্তি টানে কোটরের চোখ!
-বহুদূরে গিয়ে তবু রোজ রোজ মরে |
আলোর নীচের কালো-
দিনান্তে তাহারে পায়,অজান্তে মাড়িয়ে যায়!
সেখানে লুকানো কথা নিতে হয় মেনে
বিহিতের একি ভরসায় তক্ষক নিরসা ছাঁচে
শেখার বিলুপ্তি আনে পাথরের বোধ!
-অচেতন বেঁচে থাকা খুব কম জেনে |
ভরতে প্রাপ্তির খাতা-
শুধুই নিজের মতো; খেয়াল হারায় যতো
আড়ালে ব্যথার গ্লানি জমে থরে থরে
প্রবাহিত সময়ের কূলে;ভাঙনের সুর বাজে
অচল মতের চাপে ভেঙে পড়ে বুক!
-অচেনার বিফলতা ক্রমে ক্রমে ঝরে |
ধরতে ব্যপ্তির পাতা-
বাড়তি ক্ষতির ক্ষতে;দেয়াল দাঁড়ায় ততো
নিরলে প্রথার ঘানি বেশি বেশি টেনে
অভাবিত স্বপনের ভুলে অলসতা মনমাঝে
সচল মুখর মুখ হয়ে ওঠে মূক!
-জানাশোনা সফলতা কয়জন চেনে |
===©<>