♠ ....
হৃদয়কে কখনো বিদায় বলতে নেই;
দৌড়ানোর প্রারম্ভে আরো ভাবো,
যদি পারো নির্মোহে ধীরপায়ে হাঁটো!
তোমায় রুখবে কে নন্দিত নন্দনে
- প্রেমের অন্তঃপুরে উৎপাতহীন,
নিজেকে জড়িয়ে নাও গ্রন্থিত বন্ধনে
- পেয়ে যাবে সজ্জিত রঙিন দিন,
তাতেই মিলবে খুশি পুষ্পিত প্রস্ফুট |
মাঝপথে পিছুটানে ফিরতে নেই;
থাকতে এসেছ বলে শুধু থাকা নয়,
জরুরি মনেরাখা শুদ্ধতা সীমারেখা!
মনে আসা সব কথা বলবে কেনো
- কিছু আশা গভীরতা তুলে রেখে,
প্রয়োজনে মৌনতাও মুখরতা চেনো
- পথ বেয়ে মনোহর শপথী বিজয়,
পেয়ে যাবে সুপথের সুষমার দেখা |
চোখবুঁজে নামহীন চলে যেতে নেই;
চলন্ত সময়ের লাল নীল ধাপে,
সহ্য শ্রমের সাথে মিশে গেলে ঘাম!
পাপহীন ধাম গড়ো মায়াবী ছাপে
- ন্যায্য পাওনা হবে চূড়ান্ত চূড়ায়,
কাছেদূরে পথেপথে সোনালি অঙ্গন
- চিরতরে যেতে হয় চলে যাও হায়!
যতক্ষণ এ বাঁচন হে দামী করো নাম ||
....<>© আগুন নদী ©<>১৯৯৭....