°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

খাই খাই, চাই আরো চাই,
মাটি শুধু খাঁটি সেরা ও-ই একটাই!
পাই নাই পেতে চাই চলছেও চলবে
- রুখবে যে সাধ্য দুনিয়ার কার,
এইভাব এইভাবে চলছেই চলবেই!
অদেখার দুলুনিতে পৃথিবীটা দুলছে;
শেষতক এমনি সে দুলবে,
ক্ষণিকের ঘাঁটিতে খাদকের মোচ্ছব!
খাদ্যের বাসনায় অসাধ্য উৎসব,
পাই'পাই হিসেবের শেষ কড়ি খেয়ে
- অখাদ্য পেতে চাওয়া নিঃশেষ হয়ে ||

মাঝেমাঝে আওয়াজ পাই,
স্বরাজে বিরাজে হঠাত কোথাও কেউ!
বিপরীত হিতাহিত বলছেও বলবে
- বাজখাঁই নিঃসৃত রোশনাই অসার,
স্বভাবের প্রভাবে যা বলছেই বলবেই!
জট জটা জটিলতা কোথাও কী খুলছে;
বোধের দরজা খিল আরাধ্য খুলবে,
এমন কেউ কি আছে উপবাসী বৈষ্ণব!
শৈশব না ছুঁয়ে পেয়ে যাওয়া বৈভব,
পইপই করে বৃথা জীবনের মই বেয়ে
- অবাধ্য হওয়া প্রথা নিশ্বাস ক্ষয়ে ||

===<<>©আগুন নদী©<>>===
____________________