...................................
.   - ভিন্নধারা ৩(০৯) -      .
-=<><[[|||[[♣]]|||]]><>=-
...................................


ভাবছি এবার যাবো
জলবিড়ালের দেখবো নাচন -
সকাল থেকে দুপুর।
তাদের কাছেই শিখবো বাঁচন
হিজল ফুলের পরবো নূপুর
         - বঁইচি বকুল খাবো।

কুচেল হবার সাধে
খুলবো এবার উজল বসন -
অসার বিসার কুলীন।
গরব করার ছাড়বো আসন
উচল প্রথার করবো বিলীন
    - দেখবো কোথায় বাধে!

দুলবো এবার দোলা
কুমুদ তোলার সুখের মতন -
মিটবে প্রাণের আশ।
কুসীদ প্রণয় ছাড়বো যতন
বনজ কুসুম চাইবো সকাশ
     - ভুলবো আপন ভোলা।

খেলবো মাটির খেলা
ভাটির গানের সুরের চরণ -
ভরবো হৃদয় মূল।
করবো বদল প্রেমের ধরণ
সখেদ অভাব উপড়ে আমূল
      - গড়বো নিখাদ বেলা।

এবার যেতেই হবে
ভাসান মেঘের সুদিন এমন -
আবার কখন আসে!
কেমনকেমন মনের দমন
করবো গমন;ভরবো সুবাসে
      - ভাসবো এবার তবে।

_______________
-=<><[[|||[[©]]|||]]><>=-
_______________
  | ৮-১২ | ৮-১২ | ১২-৮ |
...................................