★
আষাঢ়ে বর্ষা বেশ মুগ্ধতা অশেষ,
ধুয়েমুছে কায়ক্লেশ অবলীলায় মিছা গান!
চাষাড়ে স্বপ্নের ফর্সা বিছানায় শুয়ে;
লেজখানা উঁচিয়ে রাখি পাশবালিশ ঘেঁষে,
আধখানা চাঁদের সাতকোণা চুয়ে
- ঝরে পড়ে বাঁধভাঙা সাধ'রস!
পড়ছে পড়ুক না উপচানো পুঁজ কণা;
আহ্লাদে আটখানা অসুখের একটাই দোষ,
প্রহ্লাদের গুরু নারদ এলেও মানে না
- টসটস করে গিলে খায় ডাঙার ছাপোষ |
★★
বহুদিন কাটিয়েছি ভবলীলা ঘোরে,
মনপুরা দ্বীপ হতে গেছি ধনচূড়া নীপবন!
সমতল সরীসৃপে ভরেছি বনানীর থলে;
ঘনছল ঘোলজল নুনপানি চুনভূমি চষে,
অখণ্ড সময় দণ্ডে অবসর একগুঁয়ে
- ভাসিয়ে মণ্ড স্রোতে পাণ্ডুলিপি প্লাবন!
একগাদা সাদা ধুতি হাঁদারাম কাদা ধুয়ে;
গণ্ড মুণ্ড আসিনি ফেলে কালাপানির জলে,
প্রদোষের দোলে এই মনতোষ সন্তোষ
- থামলে কি চলে বীণাপানি হবে নাখোশ |
★★★
দরদামে কম হোক নামে অসাধারণ,
তানপুরা হাতে ধরা দমহীন বেদম আহ্বান!
জাতজরা ভুল করা মনগড়া পাতে তুলে;
নিকষ কষের কালি আকাশী প্রকাশে ঘষে,
পাল ছেঁড়া লালতরী খুশি বেয়ে
- হালছাড়া তাল তিল চালডাল গীতি!
ত্রিতাল ধামালি শেষ কৈবল্যধাম বাকি;
বারণ কোরো না কেউ অকারণ ভয়ে,
আসন্ন চৈতাল এলে মাতাল প্রকৃতি খুলে
কারণে মেলে নিয়ো বৈতাল কাব্য পাপোষ ||
--===<<>©আগুন নদী ©<>>===--
______________________