~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      --::=::=::=::=::♠::=::=::=::=::--
......____________________.......


ঘুমন্ত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছি এইবার
ছিঁড়েছুঁড়ে ফেলে দিতে চাই;পিছনের মিছে হাততালি
   - মেঘের চাদর ছুঁয়ে অনুভব ভুলে যাই;
অনন্ত পথযাত্রায় শেষতম হতাশার মনঃপীড়া
    মাঝেমাঝে তাই বুঝি খুব বেশি মনে হয়,
এখানেই সমাধিস্থ হোক;পৃথিবীর নিরাশার কালি।

শতাব্দীর লেপে যাওয়া হতাশার সাত রঙে
হামাগুড়ি খাওয়া স্বপ্নের;ভীষণ ক্ষয়িষ্ণু লাল রোদ
- শুনবো না দূর সমুদ্রের নীল অট্টহাস্য রব
আলোর সহোদরার যতো নিকষ নষ্ট মাতম!
  অগুনতি শীতল অশ্রুর কুহেলি করুণ ছলে
উৎকণ্ঠার গরল মায়ায়; লুণ্ঠিত অসার স্বপ্নসৌধ!

জীবনের এই পারে ভরা ফুটন্ত বিষের ফুল
কণ্টক কমলিনী শোকের;সমাপিত সব জোড়াতালি
   - খালি হাতে মিছেমিছি সিংহাসন আসীন!
শুভ্র আভা কতো ঝরে পড়ে গেছে বেখেয়াল;
  রাত্রির কৃষ্ণ জানালায় জাগা দুধসাদা চাঁদ!
অদ্ভুত আলোর আঁচে পোড়া;সমাহিত নব পদাবলী।

আহা! প্রশান্তির ঘুম তবে;এসে যাক এইখানে,
গভীর রাঙা মাটির বুকে; পাথুরে ওই হৃদয় তলে
    - এতকাল ধরে হায়! যতো ব্যথার সহন;
ঝরাপাতার প্রণয় শুধু বাদামি ঘাসেরা জানে!
সময় গণনা হোক তবে বিতৃষ্ণ সুসময় ভুলেই
   যতদূর চোখ যায় যাক; কুয়াশার আবরণ গলে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      --::=::=::=::=::©::=::=::=::=::--
......____________________.......