♣......

সদগুরুর কাছে নালিশ দিলাম;
ময়লা আবর্জনার গন্ধে টিকে থাকা দায়!
পরিবেশ নষ্ট পরিবারের কষ্ট;
অপরিচ্ছন্ন প্রতিবেশ,কী করা যায়?
    'দুই পক্ষকাল বাদে এসো'
দুই জোড়া শব্দ বলেই ধ্যানমগ্ন ঋষি,
এটাই ভালো সৎ গুরুর সৎ স্বভাব
দীক্ষিত আমার আনুগত্যের খুশি!
একপক্ষকাল প্রায় মরেই যাচ্ছিলাম
দ্বিতীয়পক্ষ অসহ্য গা গোলানো বমিভাব!  

নোংরা ময়লা স্তূপে কাকবলি মেলা;
আপত্তিহীন কাক শকুনের ভিড়,
বিষবাষ্পের খেলা জমেছে ততোদিনে
নতুন বিপত্তি,কিভাবে তাড়াই আপদ!
ডালের বড়ি,তেলের টিন,শুকনো খাবার
শুকোতে দেয়া দশ পদের আচার
- শখের জামাজুতো কিছুই বাদ যায় না,
ওরা শুধু ময়লাখেকো ঝাড়ুদার নয়,
- পারলে আমাকেও করে নিবে সাবাড়!

       এবার একটা বিহিত খুঁজি;
        গন্ধ মন্দ,পুরোহিত বাদ!  
      বায়স বিষ্ঠার স্হায়ী সমাধান,
কোথাও বদ গুরু আছে কিনা জানা নেই,
অল্পশিক্ষিত সুবোধ গাড়লের মুখে
   - প্রশিক্ষিত 'শোধ নুরু' নামের
এক মোড়লের নাম শুনছি কয়েকদিন!
তাবত সদগুণ আড়াল করে হাজির হই,
বিশদ বলতে হয় না,জিনিস বটে দাদা!
  দোনলা বন্ধুক সমেত দু'জন পেয়াদা
  এক গুলি করে খুলি উড়িয়ে দিলেন,
কিছু শকুন শকুনি সহ একঝাঁক কাক!
      বাড়ির চার কোণায় চারটে
     উল্টো পা করে ঝুলিয়ে রাখি!

দীক্ষা ছেড়ে কিছুটা কী শিক্ষিত হলাম!
গন্ধদুর্গন্ধের তীব্রতা সহ্যসীমায় এলেও
কাক শকুনের কোনো আনাগোনা নেই!
প্রতিবেশী গিধড় বাবু নষ্টবেশী মানুষ
এখনো ময়লা ফেলেই চলছেন....
সদগুরুর আস্তানামুখী হইনি আবার,
শুনেছি উনি চোখবন্ধ ধ্যানেই থাকেন!
ভাবছি, নতুন বিপত্তি বাধে যদি
- আবার নতুন কোথায় যাবো?  
চোখকান খোলা রেখেই এগুচ্ছি,
নতুন কাকবন্দীর নতুন ফন্দি আঁটছি ||

__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||

* সদগুরু (কাব্যে)  - সাধুবেশী সুবেশী অশিক্ষিত নিষ্কর্মা গুরু।