______________________
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
______________________
কাঁদছে দেখি কাঁঠালচাঁপা;সাঝের খানিক আগে
অবেলার বরিষণে দমকা হাওয়া মেশে
এলোকেশী কালোমুখ পাঠায় ধূসর খাম;
চিঠির ভেতর লেখা বিষাদ বিধুর কথা!
তাই বুঝি এই রূপ মনখারাপের সুর
কাঁপছে ভীষণ আহা! হলুদ ঠোঁটের কোণ
বিকাশ সুখের খুশি সহসা ঝরবে বলে
- উজল হাসির মুখ একনিমিষে মলিন!
অভিমানী কোমল পরশ - পাগলা বায়ুর রাগে
ক্ষণিক সময় আরো উদার ঘ্রাণে বিলীন
দরদী কোথায় পাবে ;জুঁই চামেলি তলে
বিদায় বেলার সাথী দোলনচাঁপার বোন
মাটির আদর পেতে,আর বেশি নয় দূর!
মোচড় খাওয়া দলে গুমরে মরার ব্যথা
একটু পরেই সবে ভুলবে মধুর নাম
- কাদা জলে মাখামাখি দুখীর বেদন বেশে
দখিন ধারের ফুল বাগে উতল বাতাস লাগে।
______________________
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
______________________