কথাগুলো কথা নয়,মনে করো সাঁকো!
কখনো সময় কঠিন কৌশলে হতবাক,  
  কেমনকেমন লাগে কারবালা বুকে!
কোনমতে সাদাকালো কলরবে থাকো
-কষ্টের কালি মুছে, কমল কলি আঁকো।

খোলতাই খই ফুটে খতরের খুঁত মুখে;
খল রাখা খলখলে,খোলা হাসি মাখা
-খাতির করো না খুব বেখেয়াল চোখে!
খেলায় খোয়ানো বেলা 'খোয়াবি অসুখ'
- খেই হারা খেরোখাতা খবিশের সুখে!

গঠিত গঠনের সেরা মানুষিয়া পরাগ;
গোস্বার গোঁ ধরে হবে কোন বিহগ!
গাধা গরু গাইগুই,গুতোগুতি বিরাগ
গোলমালে গোলামের গণিতি সহগ
-গোঁয়ার গোঁড়ামি গুণে হয়োনা উরগ।

ঘুরপথে ঘোড়দৌড়; ঘুমঘোরে বাঘ!
ঘন হও,ঘাম ফেলো,ঘনীভূত নিদাঘ
-ঘোঁট ছেড়ে ভরো ঘটি,ঘট ঘড়া ভঘ।
ঘনিষ্ঠ ঘের ঘেঁষে তাড়িয়ে ঘিধড় মেঘ
- ঘোর ছাড়ো, ঘুচবেই ঘোরতর মাঘ।

  ক    খ     গ    ঘ             ঙ
কোণ খালি,গলিঘু'চি,ঘোপে কুনোব্যাঙ
কতো খাত, গত ঘাত, কত শত রঙ
-কালি খেলা, গাল ঘষা, শত শত সঙ!
কোল খোলা গোল ঘরে, ঝকমারি ঢঙ
- কোন খুশি গাঙ ঘেঁষে ভাঙাচোরা টঙ।

..___________..
© আগুন নদী © ২০১৩
® মেলাকা, মালয়েশিয়া।
============>