======--------
টুপ করে ঝরে পড়ে;দু'ফোটা চোখের জল
বেদনার নীল মিশে ঝরে মরে মনোবল!
ঝুরুঝুরু মৃদু বায়ে ঝড়োমেঘ নাহি ঝরে
ঝিমিকি ঝরালে শব্দ,সাথে আলো ঝলমল
ঝরে পড়া জলভারে জলঝরা বৃষ্টি
ঝমঝম ঝমঝম সুর ঝরে মিষ্টি
ঝাঁপতালে ঝরে সুর;ঝুমরিতে সেকি রস!
'ঝিঁঝিট' সন্ধ্যার রাগে ঝরিত নিকষ
শিশিরের জল ঝরে
নিশীথ জোছনা ঝরে
ঝুরাঝুরা পাহাড়িয়া মাটি ঝরে ঝুরঝুর
ঝরে যায় কত প্রাণ অকালের সুর!
ঝরনাধারা ঝরে অপরূপ সৃষ্টি
নয়নজুলির পানে অপলক দৃষ্টি
পতনের ছন্দে নাচে সুরেলা ঝর্ঝর।
ঝোরা ঝোর নর্দমায়,এইরূপ নাহি ঝরে!
বয়সী পাতারা ঝরে;ঝরাপাতা ঝরা বেলা
বিরিখে ঝিরিক ঝরে, ঝিকিমিকি ঝলমলা
ঝোলানো বটের ঝুরি ঝিরঝির বায়ু
আশাময় ফুলফলে,দোষলাগা আয়ু!
অসময়ে ঝরে যায়;প্রেমময় বাঁধ ছেড়ে
ঝর্ঝরিত সময়ের ক্ষণকাল ঝরে পড়ে
পাখির পালক ঝরে
গাছের সবুজ মরে
ঝরোকার ঝুলকালি;ঝাড়ু ঝাঁটে ঝরঝরে
ঝাঁজরে ঝরে জল,ঝাঁঝরেতে সুর ঝরে
'ঝালে ঝোলে অম্বলে' মতলবি ডালপালা!
ঝোলাগুড় ঝোল ঝালে,ঝরে কারো লালা
ঝলঝলে পোশাকাদি, ঝুলে ঝুলে পড়ে
ঝাল ঝেড়ে লাভ নয়,ঝালাপালা বাড়ে!
ঝরিলে ঝল্লিকা তেজ,প্রখর ভীষণ রোদ।
ঝিকুর ঝিমিয়ে গেলে;ঝুরোঝুরো বোধ!
-----------========©