__________________________


গলির পরে হরেক গলি
     ডাইনে বাঁয়ে শহরতলি  
আলোর খেলা দেখার সময় কোথায় আর
        গ্রামিক ক্রমেই সুখী নওল নগরায়ন |

জোছনা মাখে রাতের অলি
      প্রভাতরাগে বাদামি কলি
ধূলির সজ্জা পেয়েই চিত্তে খুশির জোয়ার
          চরম অবহেলায়  পরম পরাগায়ন |

ধূলির কাছে পায়ের কাছে
     চলতি পথে কেশর নাচে
চরণচারীর সাথে নাছোড়বন্ধ প্রীতি
     ছাড়িয়ে নেয়া যেনো জলজীয়ন্ত  স্মৃতি |

ধূসর সময় প্রতিকূল  
      নকশাকরা খিলানে ধুল
যত্নাভাবে বাঁচে তবু প্রেমবতী 'চোরকাঁটা'
  জড়িয়ে ধরেই সুখী মায়াবতী 'প্রেমকাঁটা' ||


_______________________

'চোরকাঁটা'  বাংলার এক অবহেলিত তৃণের নাম।
কোথাও কোথাও এটি 'চোরপুষ্পী' / 'প্রেমকাঁটা' নামে ও পরিচিত। এটিকে আমরা অনেকেই ভুল করে ফুল ভাবি। আসলে এর ফুল খুবই সূক্ষ্ম, চলতি পথে মাঠেঘাটে অনাদরে অবহেলায় বেড়ে উঠা এই তৃণের যেই অংশটুকু আমাদের পোশাকে জড়িয়ে যায়,তা আসলে এর ফল।

_______________________

           ----------©----------