<<>:::::::::::::♦♦:::::::::::<>>
আশ্বিনী আকাশ হতে;ঝরেছিল সোনারোদ
বাহিত নদীর জলে শায়িত পলির ঘুম!
পৌষালি রাতের শেষে;নেচে ওঠা লালতারা
হাতের কাছের ছায়া,চোখের দেখার মায়া
-দেখেনি এসব দিক মাখেনি সুবাস ঠিক!
বিপরীত অভিলাষী সূচনা রচনা করে;
আমিষ গন্ধের টানে বিকিয়েছে বিভাবোধ!
কাতর কৈতর ডানা;আড়ালে উড়াল দিয়ে
কিছুই পায়নি ওরা, ধূসর বিসর ছাড়া
-বেঁচে থেকে শুধুশুধু মুহূর্ত বিনাশ!
চৈত্রের দিনের মতো;রুক্ষ জীবন তাদের
কাঠফাটা তাপে ভরা সরস প্রেমের খরা!
অকূলে জাগেনি শেষ,অভাগার কায়া
-নীরস হৃদয় পাছে মরণেরে দিছে চুম!
নীলচে নীলিমা প্রেমে;রসিক হয়নি যারা
বেখেয়াল মোহে ছিলো আলসেমি শুয়ে
-নীতিহীন পটভূমি এঁকে এঁকে বুঁদ!
অবিনাশী ইতিহাসে ঠাঁইহীন সওয়ারি
সময় জমিনে ওরা,মিশিয়ে কাঁকর বালি
আলেয়ার সেচ দিয়ে মৃতবীজ রুয়ে;
জরার প্রহার বর্ষে ফসল চেয়েছে হর্ষে!
কালচেশিরার রোগে;ধুকেধুকে গেছে মারা
জানতে পারেনি হায়,ভালোবাসা মধু হিয়া
-জনমের ঋণভারে জমিয়েছে সুদ!
ঘড়ির কাঁটার সাথে;চলো ধরি চলাচল
গভীর স্বনন কিছু,কান পেতে শোনা চাই!
জেনে নিয়ে মেনে গিয়ে,পরিমিত কোলাহল
-হারিয়ে যাবার আগে স্মৃতিকৃতি রেখে যাই।
<<>======©©©=====<>>