--◑◑🔘🔘🔘✪🔘🔘◑◑--
সুশান নদীটির কাছে
আবার এসেছি ফিরে মায়াবতী তীরে
মাঝির নায়ের গলুই ভুলতে পারিনি বলে
মনোহরা এই পাড়ে পুনরায় আসা;
বৈকালি ছায়ার কাছে বিগত অনেক ঋণ
- একান্ত কিছু দায় প্রাণান্ত গোপন!
মনের গভীর কথা; সুগভীর অনুভূতি
মরাল ডানায় কিছু ভেসে গেছে দূরদেশে
বাকিজায় রেখে গেছি এইখানে জমা!
আজও কিছু রয়ে গেছে তার;
নুয়ে পড়া হিজলের শৈল্পিক ডালে
- সেইকথা মনে রেখে,সুবোধের দিন।
আসিনি ফেরত নিতে পুরনো উপহার
বলে যেতে এসেছি কেমন এই প্রাণ;
কতো ভালোবেসে গেছি,প্রিয় এইসব
কিছুই যাইনি ভুলে শুদ্ধ অবদান
- নদীর কাছে শেখা সহ্যের সাধন
হলুদক্ষেতের ফুল; সোঁদামাটি ঘ্রাণ
দূরের সাম্পানে ওড়া নীল সাদা পাল
নরোম রোদের দেহে মিহি জলকণা
অশোক পলাশের গাছ, রাধাচূড়া বন
কৃষ্ণচূড়ার ডাল শিমুলের সব লাল
চারপাশে আরো যতো বান্ধব আমার।
সজল মায়ার দিনে, মুগ্ধ শাওন মাস
ভেজা আঁচ লাগা দেখি পূবালীর শরীর
অকালের পতনে শুনি সশব্দ চীৎকার
কামরাঙা সবুজের মতো ওরা -
অসময়ে বৃন্তচ্যুত কোন ইশারায়!
ভেসেভেসে অজানায় যাচ্ছে কোথায়
- পরিযায়ী জলহাঁস যেনো!
ঢেউয়ে ভাসা অযাচিত হাহাকার;
অস্ফুট বলে দেয় হিজলের ঝরাপাতা
শেষ শ্রাবণের ধারায় ডুবে গিয়ে
বাঁধ ভেঙ্গে হেরে গেছে প্রশান্ত নদী
প্রবল জোয়ার জলে ডুবেছিল পাহার
-সেইসাথে জমা রাখা, গত স্মৃতিভার!
--◑🔘✪🔘◑©◑🔘✪🔘◑--