.         --ভিন্নধারা ৩ (০২)--        .
---==<><[[|||[[♣]]|||]]><>==---



জলশহরের প্রণয়িনী;
               - তোমার কাছে চাওয়া
ভাদর আসার আগে খানিক আদর দাও!
জোয়ারভাটার জলে বিরাগ মোছার দিন
অঝোর শ্রাবণ এলে; নজর দিবে কেমন!
বরিষ নামার আগে থামাও উতল বায়ু;
লুকিয়ে থাকার ব্যথা বুকের ভেতর লাগে
গোপন থাকা কপাট এবার খুলতে পারো,
দূরের প্রকাশ ওগো; সাদর সকাশ হলে।

তোমার তরীর সাদা পালে;
                      - লাগুক জুরি হাওয়া

অসার বাধার তলে; ধূসর নিকেত দলে
ভীষণ হেয়াল ভরা,বিষাণ দেয়াল আরো
মুখিয়ে থাকার সুখে বিবিধ অসুখ জাগে;
ভাসান মেঘের তলে কমছে পাষাণ আয়ু!
এখানে দারুণ দাহ;করুণ নিদাঘ ক্ষণ
শীতল মায়ার ছায়ে ফিরিয়ে দাও সুদিন,
মধুর তোমার কণ্ঠে,আবার নিপুণ গাও
মরমিয়া তোমায় দানেই
                       - সফল হবে পাওয়া।


::::::::::::::::::::::::::::::::::::::::::::
---=©=<><[[|||[[©]]|||]]><>=©=---
_____________________