-<>>>>>>>>||||♦|||<<<<<<<>-


জলের পরশ ছেড়ে যাবো;ভাবতে খারাপ লাগে
কোমলতার বিমল কণা ভোলার মতন নয়
আমার ভেতর পঙ্ক ছিলো এঁটেলমাটি চরম
তাহার ছোঁয়ায় পলিমাটি উর্বরতায় পরম!
বিষয়আশয় তুচ্ছ মেনে, নীরস জীবন জয়
-ভিজতে পারার সার্থকতা শুদ্ধ শেখা অনুরাগে

দিনের সাথে রাতের কথা;আমার সাথে তাহার
নানানরকম নদী হয়ে,সাগরগমন ঢেউ
শুনিয়ে দিতো কলকলানি গহীন ভূতির গান
মনের ভেতর বারেবারে প্রেমের তুমুল বান!
এমন উজল ভালোবাসায়,সমান কোথায় কেউ
- বাড়তে থাকে বিপুল ব্যথা;ছাড়তে প্রিয় বাহার।

তাড়াতাড়ি আসবো আবার;আসতে হবেই ফিরে
হৃদকাননে ভরতে খুশি চাইবো মুগ্ধনয়ন
এই বিরহ ক্ষণকালের দূরের পাহাড় যাবো
মনেমনে সজল শীতল; আকুল ব্যাকুল চাবো
জাগলে দহন লিখে নেবো,স্মৃতির কাব্যচয়ন
- মুগধ প্রিয় নীলের সাথে রাখবো জীবন ঘিরে।

===<<>>>>>>>©<<<<<<>>===