♠♠

জানালার ওই পাশে আঁধার কুঠুরি এক,
সেখানে শুয়ে থাকে অসংখ্য কুকুর!
পূবের ভাগাড় হতে শিয়ালের ডাক
এখানে আমিও থাকি
আলোক রেখার কাছে
নিখাদ আলো নয়; আলেয়ার মতো
কাঁচের পাল্লা যেনো শক্ত গরাদ!
অসভ্য আসবাবে অভব্য হোঁচট,
দেয়ালের দামী রঙে দগদগে ক্ষত!
ছবির মতো ভাসা আজগুবি বিবাদ |

চোট লেগে লেগে খুব; পচনের শুরু
জখমি প্রাণের বোঝা
ভাঙা বুক দুরুদুরু!
মিথ্যের চৌকাঠে; কোনমতে ঝুলে
হৃদয়ের যেইটুকু শেষ বেঁচে ছিলো,
একটানে ছিঁড়ে নিলো  
বিপন্ন শয়তান |

পলায়ন পথ ধরে;
জখমি শরীর টেনে পাহাড়ের উপর,
ভেবেছি শূন্য জমি জোতদার নেই!
গলাটিপে মেরে দিতে হায়েনা
আসবে না!
এখানে ঘুমের ঘোরে;
স্বপনের বাহু ছেড়ে
অবশ হতে হতে
মাটিতেই যাবো মিশে |

সময় গুনে গুনে ভয়হীন মনে মনে;
পেছনে তাকিয়ে দেখি,
বন্য দাঁতাল শূকর!
জেনে গেছি বিপদের শেষ হবে না;
পশুর দখলে গেছে রাজ্যের রাজপাট
সঁপে দিতে হবে জান,
সাথে দিতে হবে মান |

হৃদয় মূল্যহীন রক্তের কাছে!
হা করে বসে থাকা ভক্ত সাধক,
জমির কোমল বুকে বিচিত্র আয়োজনে
তালকানা বৈঠক!
ভোগের মিছিলে শুধু দাবীদার বাড়ে,
চারপাশে উৎসবে বুভুক্ষু খাদক!
সাধ আর সাধ্য চাই না,
চিরতরে পেতে চাই শান্তির বিছানা |

........©........
@Aghun nody