♣......
ভেবো না চিরতরে বারিধারা শেষ,
যখনতখন এসে অঝোর ঝরলে ভারি
- সাধের স্বপনবাড়ি ভাসাতেও পারে!
সাময়িক শেষ হলে ধারাপাত দিন,
করুণার জলকণা হাসাতেও পারে!
হীনতায় ডুবে মরা দীনতারে ভুলে
- নিয়মের অবকাশে যে-ই সুখ ভাসে;
কুড়িয়ে জমিয়ে রাখো হীরাপান্না রুবি
মুছে নিতে পেছনের জলছাপ ছবি!
সামনের আবছায়া বিষাদ বিষণ্ণ সারি
- বেতাছির রেখাপাতে বিবশ বিশেষ |
ভেবো না শুকিয়ে যায় দগ্ধ ক্ষত,
কথা বলা সময়ের বিদগ্ধ প্রভাবে
- বসন্ত পালাতে পারে শীত নিশ্বাসে!
কোকিল নীরব হলে নীলস্মৃতি ঘুমে;
চোখকান খোলা রাখা জেনো,
আলগোছে উড়ে এলে ছোবল শকুন
- মুখর ময়না সেও মূক হতে পারে;
রুধিরের দামহীন জলবতী প্রেমে,
গুপ্ত গহীন হতে মনপোড়া ঘ্রাণ আসে!
চাইলে পেরোতে পারো হেমন্ত স্বভাবে
- এলোমেলো এইসব বেতাল বিব্রত |
ভেবো না অজেয় সব এই দিনপাত,
নিদাঘ পীড়িত কিছু গ্রীষ্মের দুপুর শুধু
- সরস সুরেলা সুর বাজাবে না কেনো!
'জৈবন পেয়ালা ভরো মিঠে শরবতে'
মায়ার রসের হাড়ি ফুরিয়ে গেলে,
বোশেখের ছায়াতলে রসিকেরা মরে
- মাধবীর ডালে হাসে দিনচরা ভুতে;
সুগন্ধি লেবুর পাতা নিসিন্দা নিম হলে,
রসাতলে চলে যায় জৈষ্ঠ্যের রঙ!
বারোমাসি মধুমাসে সঞ্চিত করো মধু
- বিজেয় প্রণেতা হতে যথেষ্ট দিনরাত ||
___________________
-|||||||||..||| © আগুন নদী © |||||||||||..|||-