★★★
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

সাহিত্য শ্রমের শোভিত সব রাস্তায়;  
দমবন্ধ আজ ভ্রমের সহজ হাল,
আশঙ্কার ভিত গড়ে বাড়ছে ভীষণ শঙ্কা!
সাজছে যে টুক বাজছে অধিক,
জটিল শঙ্খ ডমরু নিনাদ চটুল ডঙ্কা!
পতিত সাজ বোধিসমাজ চরম দুরবস্থায়;
জবানবিহীন এ-সব বোবা ভাষণ খুঁজে,
আমার তোমার প্রেমের বেহাল প্রভা -
জ্ঞানবিহীন কলমকালি জব্দ করা হোক |

ছন্দপতন গন্ধ ঘষে অংক কষে;
বস্তা ভরা দিস্তা দরের গন্ধমী গল্পে,
হায় নিদারুণ কাব্যকরুণ খাস্তা রসে!
পুচ্ছ মেলে গুচ্ছ নাচন অল্পে,
মিলানো খুন গিলানো নুন অন্তমিলে!
অবস্থাহীন ভবিতব্যের আস্থাবিহীন;
লভ্য ভাবের ব্যবস্থাকে কাহিল করে,
সভ্য জ্ঞানের ধারা প্রাণের ভাষা চুষে
- খাচ্ছি যারা সুড়ুত করে তুচ্ছ গিলে |

দেখছি যেসব ক্ষীণ আভরণী রণ;
কারণহীন লীন ভুলের ব্যাকরণ,
বিনাশ চক্রের ফিকে হাতেগড়া উৎসব!
অসামাজিক বুলির বাণী করছি বিতরণ
- ভাষার কোলে ক্ষোভ হতাশার গান!
ইচ্ছেমতো কিচ্ছে গড়া বারোমাসি জ্বরে;  
ভুগতে থাকা ভক্ত কিছুর চোস্ত জিকির,
আবেগী রব ফিকিরবাজির ঘোরে -
কীসব এ-শব ফিনকি কাটা পঙ্গু প্রসব |

হাস্যকর এই প্রকাশ্য লবডঙ্কা;
নিজের সাথে নিজের তস্য প্রতারণা,
নস্যি টেনে বিষম খাওয়া দৈন্যদশা
- সস্তা বিনোদনের দুস্থ উপকরণ!  
সাহিত্য সে দৃশ্যচারু সৌন্দর্যের শিল্প;
শব্দে মোলায়েম সুস্থ জাদুর টানে,
বার্তাবহ নিত্য সুরে সত্য সুধাবহ!
বদল হবে বদলাবেও অসুস্থতা ঘেষা
- বদলানো চাই আগে রুগ্ন রূপকল্প ||

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
--<>==© আগুন নদী ©==<>--