-<>>=====✪✪=====<<>-


প্রেমের জোয়ারে ডুবে;তলিয়েছে যারা
তাদের মুখের কথা লেখার অনেক বাকি!
ভাসাভাসা মনে আসে;প্রগাঢ় সবুজ ভোর
তোমাকে পাবার সাধ,তুচ্ছ জাগেনি যখন
মননে লাগেনি ঠিক প্রবল সমল ঘোর
   -দারুচিনি বন আমি দেখেছি তখন!
তার আগে কতোদিন অবুঝ ছিলাম নাকি
হঠাত অচেনা আলো গুণহীন আবাহন।
অনেক অরুণ ডুবে বরুণ প্রণয় ডোর
   -স্বপন শিখেছি কবে ভুলে গেছি ক্ষণ!
ততদিনে মোহভারি;রূপমেশা সূরা সাকি
  বিমল হৃদয় ক্ষয়ে,বিঁধেছে গরল শোর |

বেজে ওঠা বিউগলে;বুঝেনি ইশারা
চকচকে পাথরের ভেতরের দিকে ফাঁকি!
উতল লোভের টানে;নিমিষ বেতাল
আকাশ ভীতির গানে,জোছনার সমাচার!
মাঝখানে কেটে গেছে বধির প্রহরকাল
   -রসাতলে নিপতিত অবোধ অসার!
সুখে আহা একা নই;কারো সাথে থাকি
আসমান ছোঁয়া যেনো ভাসমান পার।
গ্রহণ আসতে পারে,আঁধারিয়া বেসামাল
  -ভাবিনি পরশা আড়ে দুখের সেতার!
এতদিনে বুঝদার;হারানো দিনেরে ডাকি
     ভাঙাচোরা হৃদয়ের,বেসুরো ত্রিতাল ||

-=<>>====©©====<<>=-