✪[][]====<<>>====[][]✪
কবিতার মতো নয়;জীবনের ক্ষতে
সত্যি কিছু গল্প থাকে কড়িকাঠে ঝুল হয়ে
ময়লা মলিন জমে,উড়তে থাকা ধুলে!
ভাঙা চালার তলে পালাবদল খেলায়
-অনেকরকম আনাগোনা চলে!
ভণিতার অসময়;সেইসব হতে
জানাশোনা অল্প বলে চেনাজানা কূল ক্ষয়ে
সকাল বিকাল ভ্রমে,সদলবলে হেলায়!
আকাশ সোজা উপরদিকে জমিন পায়ের তলে
-যায়না দেখা বলেই দেখেনা কেউ খুলে!
মগ্ন হয়ে নগ্নভাবে;মেঘলা যাপন
মিথ্যে কিছু স্বপ্ন টেকে সহজিয়া ভুল সয়ে
নকল গলার গান গেয়ে যায় বুলবুলি!
কেমন খুশি আহা,নাচন জাগার ক্ষণে
-হরেকরকম আনমনা সুর!
ভগ্নহৃদয় কাঁপন;তাতেই আপন
ভিত্তিহীন বাঁকে বাঁকে বিষমূল যায় রয়ে
মনখারাপের আঁকে,বাঁচন বাঁচন মনে!
খাপছাড়া ভাব জেগে জেগে আশার স্মরণ দূর
-ধকল সহার দিনে,বৃষ্টিভেজা ঘুলঘুলি!
✪[][]====<<©©>>====[][]✪