জল আসে; জল ভাসে
- জলে হাসে সর্বনাশ!
নওল বরষা থামে; নদী খাল বিলে
হাজার শিকারী নামে,অসীম স্বপ্ন নাশে।
জলের বহর বাড়ে;দৈর্ঘ্য ও প্রস্থে
দূর থেকে উড়ে আসে সিন্ধু ঈগল।
অসীম জলের সাথে;
সুখ নাকি দুখ,আসে যায় ভেস্তে!
জলের তালে জীবন জাগে
- জীবন জালে জল লাগে।
ডুবসাঁতারু জলকাকের; ঠোঁটের ফাঁকে
হাওয়ায় ভাসা তীক্ষ্ণ নখর গাংচিলে;
কানি বকের ধ্যানীর আসন!
কাদাখোঁচার লম্বা মুখে;
চাতক চকোর কালিম পাখির গালে,
জলের কোলে কতো জীবন গিলে!
জল বাড়ে থৈ, জল নামে ঐ
- জল থামে কই, দৌড়ায়!
যাযাবর বালিহাঁস পালক খসায়,
পরদেশী সারসের সাহস বাড়ায়।
জলের নীলে; শ্যাওলা শিলে
কোমল প্রেমের ছবিই শুধু নয়,
সেখানে অন্যকিছু অনেক অথৈ!
জলশিকারী মাছরাঙার কী দায়!
জলই যদি জীবন হবে
- জীবন কেন জলের মতন নয়!
শামুক নদীর পারে;ডাহুক ডাকা ভোর
পাতিহাঁসের গোসল করার ঘোর,
ঢেউয়ের দোলায় কোল ভাঙনের সুর!
ভাবলে বিমল; জল কী কোমল
জল কী শুধুই জল,নাকি অন্যকিছু
সমান নাকি অসমান, বেশী উঁচু নীচু?
............ ©