★ ......


রসিক গেরস্তের উঠোন পেরিয়ে;
লাস্যময়ী হতে চায় কণ্ঠবতী ভাষ্য,
অলক্ষ্যে ভাঙ্গে কামিন কন্যার গজকুম্ভ!
    চিকন স্বপ্নে বিভোর চোখে  
    কারু কলার আবীর মেখে,
সুকৃতি জমিন চষে অবীর হাস্যকর!
দিনমগ্ন সময়ের ভগ্নাংশ ফুরিয়ে যায়,
অ প্রেমের ভাষায় ফুটে অশ্বডিম্ব!
বাগানবিলাস ভাসায় ইরাবতী বন্যা
- চম্পাকলির দেখা মিলে না |

গ্রামসরলার প্রেমের কলসি নিয়ে;
আল্পনা এঁকে দেয় নগরসন্নাস,
দেয়াল শোভায় স্থির হয় বিষণ্ণ সজ্জা!
    দুঃস্বপ্নের ঘোরে ভাসে নৈশব্দ ঘর  
    মহাকাব্য ছায়াপথে বিক্ষুব্ধ লজ্জা,  
আহত শব্দবলাকার আত্মঘাতী উড়াল!
যৈবতী রাত্রিশয্যায় কাতর কবিতারা
পতনের স্বরে পতিত লাবণ্য খুঁজে!  
মুক্তির ভিক্ষানন্দে নিথর ভাস্বর সাজে
- হাজার মোহরের ভাঙা কাঁসার থাল |

জীর্ণকাঁখে বাহারি চাঁদির বিছা ঝুলিয়ে;
জড়োয়া ওজনবাহী ত্রাহিত্রাহি দেহভার,
শহরজাদী বনে যায় কহর বনিতা দল!
     অভিজাত হতে চেয়ে বাক্যহার
     ভগ্ন প্রাসাদে পলেস্তারা প্রলেপ,
বনেদি তৃষ্ণার তীরে শীর্ণ মরা নদী!  
লাল নীল মলাটের খলবল বিন্যাসে,
কাগজের ঢিবি জুড়ে মীনমগজের ছবি!
উইপোকারাও তখন জাতে ওঠে যায়
- আঁশটে কালির গন্ধ ছুঁয়ে দেখে না ||

-<>(()) © আগুন নদী © (())<>-