--==[[[[[[[||★★★||]]]]]]]==--
...... শুনেছি তোমরা নাকি,
ফালাফালা করে দিছো অসাম্যের বুক!
রাজপথ দাপিয়েছ অলিগলি ঝেড়ে;
ঝাঁপিয়ে ছিঁড়েছ সাঁঝের কুম্ভপ্রহর,
করেছ কণ্ঠ মিছিল -
পাতাল ফুঁড়েছ ভীষণ!
জোড়াতালি পতাকার দণ্ড নেড়ে;
ফাটিয়ে আকাশ-বাতাস কাঁপিয়েছ শহর,
সাদা মুখে কাদা ফেনা ফুলে
- শোকের মাতম তুলে খুঁড়েছ শম্বুক ||
....... জেনেছি সবই ফাঁকি,
ওসব কপচানো বুলির ঘুপচির সুখ!
ঝালাপালা বিড়বিড় গৎবাঁধা কথামালা;
স্রোতে ভাসা ভিড়স্মৃতি হতে চাওয়া,
ধরে ধরে শব্দের মিল -
দিয়েছ যে মাতাল ভাষণ!
গালচাপা লাল করে চৌমাথা মোড়ে;
কাটিয়ে কষ্টিসময় মাতিয়েছ হাওয়া,
প্রাণ ঝরা জয় বেদিমূলে
- বিজয়ের চাম খুলে জুড়েছ জোড়তালা ||
....... মেনেছি ভোমরা পাখি,
আসলে ছেনেছি বিষ ফিরিয়ে নিয়েছি মুখ!
কাকের ময়ূরআঁখি পোষাকি অসুখ ছেড়ে;
বসে থাকি বহুদূর সাগর ছায়ায়,
মেলে রাখি সমুদ্দুর দিল -
ক্ষণে ক্ষণে নিজেরে শাসন!
আনমনে গেয়ে উঠি জলধর শ্লোগান;
গনগনে আগুনের উত্তাপী শ্লোক পড়ে,
মিছে কায়া নাচানাচি ভুলে
- বেঁচে রই শোভনের প্রগাঢ় মায়ায় ||
-==[[[[[[[©আগুন নদী©]]]]]]]==-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^