-==✪✪====✪✪<><>
উত্তরের বাতাস প্রবাহিত হলে,
পাল তুলেছি যতোবার!
পূবের হাওয়ায় ততোধিক ছেড়েছি বন্দর
ভালো লাগেনি নোঙরের দীর্ঘশ্বাস;
দখিনের বাড়িঘর পিছনে ফেলে-
উত্তরের দিকে যেতে ক্যান্টন ছেড়ে যাই
তারপর অনেকদিন প্রতিকূল,
মানচিত্র রেখায় অজানার খোঁজাখুঁজি
নৃতত্ত্বের নানারকম ভেতর বাহির অন্দর
শ্রীবিজয়ার মাটি ছুঁয়ে তৃপ্তির নিশ্বাস।
মালাউতে গিয়ে শেষ ক্লান্তির ছাপ
দৃড়তায় সামনে এগোই -
শব্দবিদ্যা শিখে নিই একের পর এক
কেদা'র বিরতিতে অনিশ্চিত পুনঃযাত্রা
রাজারাণী প্রজা খোজা চিনতেই থাকি
জ্ঞানবান বহুজনে বহুমত শিখে;
দয়ালুর ভিড়ে দেখি অসংখ্য নির্দয়
আত্মঘাতী স্বার্থপর বিচিত্র মানবকূল!
অবশেষে পেয়ে যাই উত্তরদিকের খোঁজ
উলঙ্গ মানুষের দ্বীপে কিছুদিন থাকি-
শিখে নিই মানবতা লৌকিক তফাত!
নিসর্গের নিঃস্বার্থতায় অহিংস হৃদয়েরা
-আমার মানুষহৃদয় করেছিল জয়!
দায়ে পড়ে ফিরেছি মুগ্ধতা ছেড়ে;
কারণ-আমার গল্প শোনার অপেক্ষায়
মুখিয়ে ছিলো তাম্রলিপি'র মানুষেরা!
==©©=====©====<><>