-==[[[[[[[[[[[[[[<<>>]]]]]]]]]]]]==-


ঝরাপাতার শুকনো বুকে;মগ্ন প্রজাপতি
মুগ্ধনয়ন জানেনা সেই দগ্ধ পতনকথা!  
ভেতরে লুকিয়ে থাকা;অকালক্ষতির ছোপ
গভীর শিরায় জমা করকাপাতের দাগ
-কিনার ভাঙার দুখে স্তব্ধ নীরবতা!
বনভিটায় ক্রন্দসী রোদ শ্যামলাস্বপন ছায়া  
মুচড়ে যাওয়া ছেঁড়া;বনগুলাবের ঝোপ
বিমর্ষতার ভীষণ তোড়ে বিদীর্ণ পরাগ!
ঘনঘটায় ঘুমিয়ে পড়ে;ঘ্রাণমিতালীর মায়া
-নিয়তির বক্ষ ছেড়ে সবুজ শোভার যতি!      

প্রীতির লতার বৃন্তচ্যুতি;স্মৃতির পাতার রীতি  
কুরল পাখির স্বরের পরে মাঝদুপুরের কাঁপ!
হঠাত গীতের সুরে বিরাগ পাখনা মেলে
দুখের কাপাস পেকে,আপনাআপনি ফাটে
-অধিক শোকাবহের দিককাঁপুনি বিলাপ!
মাটির আদর ছুঁতে চেয়ে বরণডালার সাজে
প্রখর মরণমালা নখর আঁচড় কাটে!
ঝরাপাতার মরা বুকের;ভগ্ন ব্যথা আওয়াজে
নিবিড় প্রেমের দামে,প্রাণ ফেরানো গেলে
-বৃক্ষশাখাই করতো শুরু নিয়মভাঙার নীতি!

-<<>======-©-======<>>-