♦
সাগরের কোলটি ঘেঁষে
যেখানে পাহাড়শ্রেণী একেলা নীরব
একটুখানি বসে যেয়ো এসে
- একজীবনের খুঁজে পাবে মানে
বাজবে যখন জলের নূপুর
উঠবে নেচে ঢেউয়ের দল
তুমি কিন্তু গাইতে থেকো গান
বাজে বাজুক নিপুণ ব্যথার মাদল
চেয়ো না ঐ জলধির অতল পানে
গহীন সেথায় মনখারাপের সুর
ভুলে যেয়ো গোপন যতো অভিমান
শুনতে পাবে মোহন জলের কলরব |
চুপিসারে ফেলে দিয়ো অনাদায়ী ঋণ
সময়ের সঙ্গপ্রিয় হাতটি ধরো তবে
একটু আরো এগিয়ে গিয়ে দেখো
- থরোথরো সম্ভাবনা বিচিত্র রঙিন
অল্পায়ু রোদ চলে গেলে
লালিমা উঠবে যখন হেসে
সাধ্যমত তার কিছুটা মেখো
সঙ্কুচিত দুহাত দিয়ো মেলে
জলেরকণা লাগলে কোমল করে
বুঝবে কেমন সার্থকতা পেলে
সাগর যদি ডাকে তোমারি নাম ধরে
জাগবে জোয়ার দেখো নতুন ভৈরবে ||
...............©