★★★
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
......... ওরে গোঁড়া পাগলপারা;
তল না চেনা জলের অতল মাপিয়ে,
প্রেমের জালের ছলে ভাটির মাটির কাছে
- ছাপিয়ে সময় সোনা মুগ্ধকালের হেনা,
মিছেমিছি দিসনে আর তুচ্ছ প্ররোচনা!
প্রণয় গীতির হীন সুরে, অবিনয়ী শিস |
জবরদস্তি দুস্থ প্রেমিক প্রবর;
স্বস্তি বিহীন তোদের নগ্ন ধামাল গাছে,
-লজ্জা পেয়ে মগ্ন দোয়েল যাচ্ছে মারা ||
........ পাপের ঘড়া আত্মহারা;
এবার তুলসীঘাটে পড় হে ঝাঁপিয়ে,
রোদসী ছায়ার পথে চাঁদসী যাক বেঁচে
- কোথাও হতে কলসি খুঁজে নে না,
নইলে খতে বাড়বে প্রেমের দেনা!
বুলশি দড়ির গেরো,গলায় বেঁধে নিস |
কালশিটে এই কপট ঘেষা শরীর;
অস্তিত্বহীন খেয়েই ফেলুক গুপ্ত মাছে,
-খরার ভূমে ঘুচুক, সুপ্তচুমে রুগ্নজরা ||
......... ওরে মড়া স্বপন হারা;
পানসী নদীর বুকে গোপন কাঁপিয়ে,
চাপরাশি বোধ বানভাসির রোদ আঁচে
- ভিঙিজালে আটকে থাকা ভঙ্গি ফেনা,
চরম দোহাই শোন করছি পরম মানা!
ভাসানস্রোতে উল্টোপানে,উজান ধরিস |
মোহ প্রেতের ডিঙি ডুবুক গভীর;
আর না ভাসুক ভগ্নতরী ভোগ্যতর নাচে,
-ত্রিমোহনা জলের আঁশে জ্বলুক ইশারা ||
..______©আগুন নদী©_____..
ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ