♦ .....
গড়ে দাও দেখি কতটুকু পারো;
কোনো এক মূহুর্তের সর্বশেষ ভগ্নাংশ
কিংবা বিন্দুর শেষে আরো ...
একেবারে শেষের যে সংখ্যাতীত অংশ!
আমি তুমি আমরা সকলে মিলে,
কিছুই যে পারি না কেউ সৃষ্টি বা ধ্বংস!
নতুন বা পুরাতন সুখদুখে দুলে,
তবে কেন মিছে এই জীবন মরণ বরণ!
কোথায় যাচ্ছি চলে সখ্যতার কোলে
- অবক্ষয়ের স্রোতে মিশে
হাবুডুবু খেতে থাকা শিশু!
ধার করা ধারণার ছেঁড়া পাল তুলে,
তবে কি ধর্ণা দেয়া রয়েই যাবো
- নাককাটা যাত্রার গলাকাটা বংশ |
পুড়বে বা পোড়াবে জ্বলন্ত ছাইদানি
অসম্ভব কেটে দিবে তরল পানি
- মন নাকি মননে আসল কোন কথা,
বেসুরো বেহালাতে বেসুরো প্রেমগীত!
ইচ্ছা অনিচ্ছায় টানা বদখত প্রথা
কোন পথে কতদূর হাঁটতে চাও
- কোন পারে যেতে চেয়ে,
কোন তীরে ভিড়াও ইচ্ছামতীর নাও |
মন চাইলেই উৎসব নামাও;
উঠোন ঘিরে রাখা অপঘাতী প্রসব!
যেখানে সেখানে কেন থামাও,
নির্জলা বৈভবের নামজাদা স্বভাব!
হীন এই দৈন্যতা কীসের অভাব
- ঘুচবে কেমন করে কখন কবে,
এইসব নষ্ট গান ভ্রষ্ট কণ্ঠ স্বর!
তুষ্টির বৈরাগী অন্নে পাপিষ্ঠ প্রভাব ||
___________________
|||||||||..|||| © আগুন নদী © |||||||||||..||||||
............................................