--<=::::::|||||||||| ||||||||||||♣|||||||| |||||||||::::::=>--
ঘুমঘুম এই সময়ের প্রান্তরেখা ছুঁয়ে যায়
মরোমরো বেঁচে থাকা কিছু;অনাহুত সুবোধের আশা
- জ্ঞানের গভীরে দেখি আশ্চর্য যতো অজ্ঞান!
সপসপ ছোটে সড়সড়,বিষাক্ত ভুজঙ্গ দল
গলি তস্যগলি পার হয়ে,সরেস সতেজ নাশে!
অলখে বিনষ্ট কমল তলে;লুকায়িত প্রবোধের ভাষা!
পসরা সাজানো দিনমালা এবার সমাপ্তি চায়
নিদারুণ মিথ্যের বেসাত;পুনঃপুন বেচাকেনা ছেড়ে
-আলোকিত সার্থবাহ কেউ আসুক আবার ফিরে।
সুদৃঢ় নিষ্ফলা কালো,ছিঁড়তে চাওয়া সাধে
পরিশীলন উঠুক জেগে,সুদীর্ঘ সুদীপ্ত পথে
সুশীল হৃদয় কেউকেউ;বসে যাক সেথা হাঁটুগেড়ে।
অমূল্যের বিকিকিনি করা মিছে যাওয়াআসা
হেতুহীন সময়ের স্রোতে;ভঙ্গুর সেতু গড়তে হায়!
- পরিহাস্য উপহাস্য মোড়া অসমান দিনরাত।
অসম আধিক্যের লজ্জায় স্বভাববন্ধ্যা সমাজ!
তলেতলে এঁকে দিয়ে যায়,সনাতন লঘু চাপ
বেরসিক ভুলের অতল;নিভন্ত যতো প্রাণের দায়!
অসহিষ্ণু আগুনেরে ফুঁড়ে যেতে হবে খুব তেড়ে
দিকচিহ্ন হারিয়েছে যারা;তাহাদের জানাতে চেতন
- আবার সূচিত হোক হৃদয়ী ভূগোল পাঠ!
অন্য পৃথিবী আসুক,আরেক বলয় ছিঁড়ে!
অনাগত চাতকের মতো;নবেতর প্লব সুখে
দিক মুগ্ধ আরো স্নিগ্ধ হোক; উড়ুক সঙ্গতির কেতন।
_________________________
--<=::::::|||||||||| ||||||||||||©|||||||| |||||||||::::::=>
_________________________